ক্রীড়া ডেস্ক
লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রোববার ওসাসুনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষ চারের অবস্থান মজবুত করেছে কাতালান জায়ান্টরা।
ক্যাম্প ন্যু’র ম্যাচটিতে জোড়া গোলে করেছেন ফেরান তোরেস। বাকি দুই গোল এসেছে পিয়েরে-এমেরিক অবামেয়াং ও রিকুই পুইগের কাছ থেকে। তিনদিন আগে ইউরোপা লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে তুরষ্কের জায়ান্ট গ্যালাতাসারের সাথে গোলশুন্য ড্র করে হতাশ করেছিল বার্সা।
কিন্তু কাল ম্যাচ শুরুর ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে তিন গোল করা কাতালানরা লা লিগা টেবিলের মাঝামাঝিতে থাকা ওসাসুনাকে দাঁড়াতেই দেয়নি। এই জয়ে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশী খেলা বর্তমান চ্যাম্পিয়ন এ্যাথলেটিকো মাদ্রিদকে গোল ব্যবধানে পিছনে ফেলে টেবিলের তৃতীয় স্থানটি ধরে রেখেছে জাভির দল।
দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে বার্সেলোনা ও এ্যাথলেটিকো পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে। এই দুই দলের থেকে ১২ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থানটি দখল করে আছে রিয়াল মাদ্রিদ। আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের আতিথেয়তা নিবে বার্সা।