আন্তর্জাতিক ডেস্ক
জর্জিয়ার পার্লামেন্টের বাইরে, ইয়েভজেনি লিয়ামিন ইউক্রেনের উদ্দেশে অপেক্ষমাণ ট্রাকে জামাকাপড় এবং খাবারের পার্সেলের বাক্সগুলি তুলেছেন।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে জর্জিয়ায় আসা ২৫ হাজারেরও বেশি রাশিয়ানদের মধ্যে তিনিও একজন। রাশিয়ানরা সব বড় শহরগুলোতে সাশ্রয়ী মূল্যের বাসস্থান খুঁজে পেতে সংগ্রাম করছে। অনেককেই প্রায়শই তাদের স্যুটকেস এবং তাদের পোষা প্রাণী নিয়ে রাজধানী তিবিলিসির আশপাশে ঘুরে বেড়াতে দেখা যায়।