নওয়াপাড়া ডেস্ক
খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) একটি আন্তর্জাতিক ‘বীজ ব্যাংক’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) মহাপরিচালক কু দোঙ্গইয়ুর নেতৃত্বে সংস্থাটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে এটি শত শত বছর ধরে যেকোনো দুর্যোগে খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।
এক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে বিবেচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। উদ্ভাবন প্রকল্পের জন্য একটি সমন্বিত তহবিল গঠনের জন্য খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালককে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।