নওয়াপাড়া ডেস্ক
পা দিয়ে লিখে টানা চতুর্থবার জিপিএ-৫ পাওয়া সেই তামান্না নূরাকে গত শনিবার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেছে। এদিন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেডিকেল টিমের সমন্বয়ক সামন্ত লাল সেনসহ চিকিৎসকরা তামান্নার দুই হাতের এক্সরে, কার্ডিয়াক, হাতের মার্সেল ও পায়ের হিট জয়েন্ট পরীক্ষা করেছে।
শারীরিক পরীক্ষায় তার দুটি হাত সংযোজন করা সম্ভব হলেও পরীক্ষায় পায়ে হিট জয়েন্টে ত্রুটি থাকায় পা সংযোজন করা থেকে বেরিয়ে এসেছেন তামান্নার মেডিকেল টিমের চিকিৎসকেরা। তারপরেও তারা তামান্নাকে হেঁটে চলায় সক্ষম করে তুলতে কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা সে ব্যাপারেও উন্নত চিকিৎসার কথা চিন্তা করছেন বলে জানিয়েছেন তামান্নার বাবা রওশন আলী।
এদিকে, পরীক্ষা নিরীক্ষা শেষে তামান্নার চিকিৎসা বোর্ডের সমন্বয়ক সামন্ত লাল সেনসহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিয়ে তামান্না ও তার বাবা-মা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।