র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে শিক্ষার্থী: বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

0
454

নওয়াপাড়া ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অগ্নিবীণা হলে সঙ্গীত বিভাগের নবীন শিক্ষার্থী সাগর চন্দ্র দে’কে র‌্যাগিংয়ের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের মূল ফটক আটকে অবস্থান করেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুর দেড়টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।

আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওপর যারা নির্যাতন করে তারা সন্ত্রাসী। বারবার আমাদের প্রশাসন তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আসছে। আমাদের দাবি, এবার যেন কোনোপ্রকার ছাড় দেওয়া না হয়। আমরা নির্যাতনকারীদের স্থায়ী বহিষ্কার চাই।

Comment using Facebook