স্টাফ রিপোর্টার
শিল্প বানিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার পরিচিত মুখ, ফুলতলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার কম্পিউটার অপারেটর মাহমুদ ইনতিশারের পিতা মোঃ শওকত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায় রবিবার সকালে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।