দিঘলিয়া সংবাদদাতা
দিঘলিয়ার উপজেলার ২নং বারাকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়াগেছে। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর পিতা দিঘলিয়া থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয় গত ১০মার্চ ’২২ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় পার্শ্ববর্তী চাচার বাড়ীতে যাবার উদ্দ্যেশে ছোট ভাই ও ফুপুর সাথে রওনা হয়, এ সময় নন্দনপ্রতাপ সতিশ বিশ্বাসের বাড়ীর কাছে আসতেই বিপরীত দিক থেকে ভ্যানযোগে আসা ৫ জনের মধ্যে আসামী রুবেল শেখ, ভুক্তভোগী রাবেয়া খাতুন কে হাত ধরে টানা হেচরা করে এবং স্পর্শ কাতর স্থানে হাত দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর সহযোগীতায় আসামী রুবেল শেখ কে শনাক্ত করে হিমায়েত ফকির থানায় অভিযোগ দায়ের করেন।