স্টাফ রিপোর্টার
শিল্প শহর নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলা ও মারপিটের প্রতিবাদে হোটেল রেস্টুরেন্ট মিষ্টান্ন বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মবিরতি পালিত হয়েছে। শনিবার সকাল থেকে এ কর্মবিরতি পালিত হয়।
কর্ম বিরতী চলাকালে নওয়াপাড়া বাজারের সকল হোটেল রেষ্টুরেন্ট বন্ধ দেখা যায়। এতে করে চরম বিপাকে পড়ে হোটেল রেষ্টুরেন্টের ক্রেতা সাধারণ।
এ ঘটনায় শনিবার দুপুরে আহত হোটেল শ্রমিক রিপন গাজী বাদি হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলা ও মারপিটের অভিযোগে আব্দুর সালাম রাজীব (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ মার্চ) দুপুরে নওয়াপাড়া বাজারের নূরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন সাতক্ষীরা প্লাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার ইমদাদ হোসেন ও কর্মচারী রিপন গাজীকে গুয়াখোলা গ্রামের আবু তালেব শেখের ছেলে আব্দুর সালাম রাজীব ও তার বন্ধু মো. রুবেল, রাসেল, একই গ্রামের আলম বিশ্বাসের ছেলে সাবিক বিশ্বাসসহ অজ্ঞাতনামা ৩-৪ যুবক লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে আহত হোটেল শ্রমিক রিপন গাজী বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে রাজীব ও তার বন্ধু রুবেল হোটেলে খেতে আসেন। খাবার দিতে দেরি হলে তারা উত্তেজিত হয়ে বেরিয়ে যান। এরই জের ধরে শুক্রবার দুপুরে রাজীব রুবেল, রাসেল, সাবিকসহ ৩-৪ যুবক আমাকে ও হোটেল ম্যানেজার ইমদাদকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
হোটেল মালিকের সহযোগিতায় আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের নামসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেছি।
আটক আব্দুর সালাম রাজীব নিজেকে নির্দোষ দাবী করে বলেন, খাবার দিতে দেরি হওয়ায় হোটেল ম্যানেজার ও এক কর্মচারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে আমি জড়িত নই।
অভয়নগর হোটেল রেস্টুরেন্ট মিষ্টান্ন বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ জানান, হামলা ও মারপিটের প্রতিবাদে কর্মবিরতি চলছে। মামলা দায়েরের পর পুলিশ একজন হামলাকারীকে আটক করেছেন। পরবর্তী করণীয় বিষয় নিয়ে মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, হোটেল কর্মচারীদের মারপিটের ঘটনায় রিপন গাজী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুর সালাম রাজীব নামে এক হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।