খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৯৮ শতাংশ

0
256

খুলনা ব্যুরো

খুলনায় বেড়েছে করোনার সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই বাড়তে শুরু করে শনাক্তের সংখ্যা। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৩২ দশমিক ৯৮ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৫৭ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৬২ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫০ জন। এছাড়া বাগেরহাট ৫ জন, সাতক্ষীরায় চারজন ও যশোরের তিনজন শনাক্ত হয়েছে।

Comment using Facebook