স্টাফ রিপোর্টার
অভয়নগরের সাত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) রাতে ঢাকার দোহা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন অভয়নগর থানা পুলিশ।
আসামি শাহিনুর রহমান উপজেলার একতারপুর গ্রামের তালতলাহাট এলাকার আতিয়ার রহমানের ছেলে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, দুটি জিআর ও পাঁচটি সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই শাহ আলমসহ দুইজন পুলিশ সদস্য শুক্রবার রাত আনুমানিক ১০ টার সময় ঢাকা দোহা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। শনিবার সকাল আনুমানিক ১০ টার সময় আসামিকে সঙ্গে নিয়ে তারা অভয়নগর থানায় পৌঁছান। আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।