কলারোয়া সীমান্তে পতাকা বৈঠক: দুই নারীকে ফেরত

0
195

কলারোয়া সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে দুই নারীকে ফেরত দিলো বিএসএফ। কলারোয়া সীমান্তের মেইন পিলার-১৩/৩ এস এর ৭ আরবি সন্নিকটে ওই পাতাকা বেঠক অনুষ্ঠিত হয়।

কাকডাঙ্গা বিজিবির সদস্যরা জানায়-সাতক্ষীরার গাংনিয়া মোহাম্মাদপুর এলাকার মৃত বাবর আলীর মেয়ে সোনিয়া খাতুন (২১) ও ঢাকার কদমতলী থানার নুরপুর বায়তুল জামের মসজিদ এলাকার আব্দুর রহমানের মেয়ে বন্যা বেগম (৩৩) অবৈধ ভাবে বাংলাদেশে থেকে ভারতে প্রবেশের সময় তারা আটক হয়।

বিএসএফ শুক্রবার (১১মার্চ) সন্ধ্যায় তাদের দুইজনকে পাতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করে। এবিষয়ে কলারোয়া থানার এসআই আবু তাহের বলেন, ওই নারীদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা নং-১৯(৩)২২ হওয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Comment using Facebook