বিশেষ প্রতিনিধি, ফুলতলা
পারিবারিক কলহের জের ধরে ফুলতলা উপজেলার জামিরা গ্রামে সুমাইয়া খাতুন (২০) নামের চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু ঘরের ডাবার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, জামিরা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইকবাল সরদারের পুত্র আশরাফুল সরদার নিজের পূর্ববর্তী স্ত্রী ও ৭ বছরের কন্যা সন্তানের কথা গোপন করে প্রেমজ স¤পর্কের ভিত্তিতে দ্বিতীয় স্ত্রী হিসেবে সুমাইয়াকে ঘরে আনে।
বিবাহের কিছুদিন পরে সুমাইয়া তার স্বামীর পূর্ববর্তী স্ত্রী ও কন্যার কথা জানতে পেরে নিজেদের মধ্যে কলহের সৃষ্টি হতে থাকে। পরে গতকাল শনিবার সকাল ৮ টায় সবার অজান্তে সুমাইয়া ঘরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।