যশোর অফিস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অভয়ননগর উপজেলা। ঈদগাহ মাঠে তারা ৪৯-২৫ পয়েন্টে কেশবপুরকে পরাজিত করে।
ফাইনাল ম্যাচে সেরা রিডারে পুরস্কার পেয়েছেন কেশবপুরে পারভেজ এবং সেরা ক্যাচার অভয়নগরে আশরাফ। এর আগে প্রথম সেমিফাইনালে কেশবপুর উপজেলা ৩৭-২৭ পয়েন্টে মণিরামপুর উপজেলাকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে অভয়নগর উপজেলা ৪৪-১৬ পয়েন্টে যশোর সদর উপজেলাকে পরাজিত করে।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য ইয়াকুব আলীর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন।