অভয়নগরে ৪ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0
294

স্টাফ রিপোর্টার

অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে ৪দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব ধোপাদী কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আ: লতিফ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন।

মাহফিল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইসমাইল হোসেন মোল্যা, সরদার মশিয়ার রহমান মশি, নজরুল ইসলাম সরদার, আলহাজ্ব মোশারেফ হোসেন মোল্যা, আ: রউফ মোল্যা, মফিজুর রহমান দপ্তরী, মকবুল হোসেন সরদারসহ বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেন, সভাপতি-সাধারণ সম্পাদক ও মুসল্লীগণ। এসময় প্রত্যেক মসজিদের প্রতিনিধির নিকট টাকা আদায়ের রশিদ বই প্রদান করা হয়। উল্লেখ্য প্রতি বৎসরের ন্যায় ৪দিন ব্যাপাী এবছরও ১৩তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ১লা, ২রা, ৩রা ও ৪ঠা মার্চ।

Comment using Facebook