ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসানের বিশ্রাম বা ছুটির বিষয়ে কোনো প্রসঙ্গ উঠলেই সমর্থক পর্যায়ে প্রশ্ন দেখা যায়, ব্যক্তি খেলোয়াড় সাকিব কি পুরো ক্রিকেট বোর্ডের চেয়ে বড়? এর উত্তর অবশ্যই, ‘না!
কেননা কোনো সংগঠনের চেয়ে নির্দিষ্ট ব্যক্তি কখনও বড় হতে পারে না। সেই একই কথা এবার জানালেন সাকিব নিজেও। শনিবার বিসিবি ভবনে সংবাদ মাধ্যমে সাকিব জানিয়েছেন, এখন থেকে তার বিশ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ডই।
তাকে কখন বিশ্রাম দিতে হবে বা বিশ্রাম নেওয়া দরকার সেটি বোর্ডের হাতেই ছেড়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অনেক নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর বিশ্রামের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
আর পাপন জানিয়েছেন, রোববার রাতেই দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বেন সাকিব। নিজের সিদ্ধান্ত বদলের বিষয়ে জানানোর সময় সাকিব বলেন, ‘পাপন ভাইর সঙ্গে গত পরশু রাতেও কথা হয়েছে।
কাল, আজও বোর্ডে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, আমি তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকবো।’