চাঁদে জমি কিনলেন তারা তিনজন! ‘মিশন চাঁদ’ নাটকের দৃশ্য

0
234

বিনোদন ডেস্ক

ছোট পর্দার আলোচিত তিন অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক। তারা একসঙ্গে ‘আতঙ্ক’, ‘সালামি’, ‘টিম ওয়স্টে ইন্ডিজ’, ‘গরুর মাংস’সহ বেশ কিছু হাস্যরসাত্মক নাটক উপহার দিয়েছেন।

নাটকগুলোর জনপ্রিয়তা পাওয়ায় এই তিনজনকে নিয়ে আরও একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘মিশন চাঁদ’। এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। যেখানে রিংকু, টিংকু ও পিংকুর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক।

জানা যায়, নাটকের গল্পে মার্কিন নাগরিক ডেনিস হোপের প্রতিষ্ঠান ‘লুনার এমবাসি’ থেকে চাঁদে জমি কিনতে দেখা যাবে রিংকু, টিংকু ও পিংকুকে। চাঁদে ক্রয়সূত্রে জমির মালিক হওয়ায় সাইনবোর্ড টানিয়ে জমি বুঝেও নিবেন তারা। তবে হঠাৎ চাঁদে জমি কিনেছেন কেন? সেই কাহিনী নিয়েই এগিয়ে যাবে নাটকটির গল্প। জানা গেছে, আগামী ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় ‘মিশন চাঁদ’ নাটকটি প্রচারিত হবে।

Comment using Facebook