আশাশুনি সংবাদদাতা
মণিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রী কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে কলেজ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডল এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র রায়, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, বীর মুক্তিযোদ্ধা পরিমল কান্তি বিশ্বাস, অভিমন্যু মন্ডল, প্রধান শিক্ষক সুকৃতি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মো. ফিরোজ উদ্দীন, কমিটির সদস্য ও আ’লীগ নেতা প্রভাষক মদন মোহন চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক অসীম কুমার মন্ডল। পরে জাতীয় সংগীতে রাহুল মন্ডল, ফতেমা খাতুন, বনশ্রী ধর। কবিতা আবৃত্তিতে বন্যা বিশ্বাস, প্রান্তী মল্লিক, লাবন্য বিশ্বাস। রচনা প্রতিযোগীতায় পুস্পিতা বিশ্বাস, লাবন্য বিশ্বাস, অর্পি দত্ত ও বিশেষ নৃত্যে বিজয়ী শম্পা চৌধুরীকে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন।