স্টাফ রিপোর্টার, কেশবপুর
কেশবপুরে পরিত্রাণের আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও নব-নির্বাচিত ৩৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকের সভাপতিত্বে ও উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস, অধ্যাপক মশিউর রহমান, ওয়াডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য ও সুফিয়া খাতুন শিখা। আর্ন্তজাতিক নারী দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।