পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না অনুজের

0
211

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

বিয়ে করার উদ্দেশ্যে পাত্রী দেখে ফেরার পথে ফুলতলা উপজেলার জামিরা শেখ পাড়া চৌরাস্তায় ইজি বাইক ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল চালক অনুজ কুমার মন্ডল (৩২) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।

থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গতকাল শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার জামিরা শেখপাড়া চৌরাস্তায় ভবদহ গামী ইজি বাইক ও জামিরা বাজার গামী মটর সাইকেলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সংঘর্ষে মটর সাইকেল চালক অনুজ কুমার মন্ডল মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরত হাল রিপোর্ট সম্পন্ন করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে প্রেরণ করে। নিহত অনুজ কুমার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সুনীল মন্ডলের পুত্র।

পুলিশ সুত্রে আরও জানা যায়, সে খুলনায় মুহুরীর কাজ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পোস্ট মর্টেমের ও থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Comment using Facebook