শরণখোলায় দুই হরিণের চামড়া উদ্ধার

0
175

শরণখোলা সংবাদদাতা

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় মধ্য সোনাতলা গ্রাম থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে বন রক্ষীরা। শুক্রবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে গ্রামের সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার বসত ঘরের মাচা থেকে দুটি হরিণের চামড়া ভাজ করা অবস্থায় পাওয়া যায়। চামড়া দুটি মাঝারি আকারের এবং শুকনা। অভিযুক্ত সুমনকে বাড়িতে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

Comment using Facebook