তেরখাদা সংবাদদাতা
শুক্রবার বেলা ১টায় তেরখাদার ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মোঃ ফাহিম। তার পিতার নাম মাহাবুর শেখ, গ্রাম- বলর্দ্বনা) মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বেলা ১টায় উপজেলা পরিষদের সন্নিকটে ওয়াব্দার বেড়িতে বন্ধুদের নিয়ে মটর সাইকেল যোগে মাত্রাতিরিক্ত গতিতে চালাচ্ছিল। তখন ওয়াব্দার রাস্তায় মোড় অতিক্রম করার সময় উচ্চ গতির কারণে মোড় ঘোরাতে না পেরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। আহতকে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদরে প্রেরণ করেন।
খুলনা সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত বলে ঘোসনা করেন। ফাহিমের গাড়িতে থাকা তার অপর এক বন্ধু আলামিন শেখ (পিতা- মনির শেখ, কাটেংগা) ও গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশংকাজনক হওয়ায় তাকেও খুলনা সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহত ফাহিমের পিতা-মাতা একমাত্র পুত্র সন্তান হারিয়ে শোকে কাতর। তার অকাল মৃতুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহত ফাহিমের নামাযে জানাযা শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।