আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, ইউক্রেন আক্রমণের সময় দুই থেকে চার হাজার রুশ সেনা নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে গত রোববার ইউক্রেন দাবি করেছিল, সংঘাতে রাশিয়ার ১১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এর সত্যতা যাচাই করা যায়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুদ্ধে তাদের ৫০০ সেনা নিহত হয়েছে।