ডলারের ব্যবহার কমাচ্ছে রাশিয়া: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

0
161

আন্তর্জাতিক ডেস্ক

রিজার্ভ এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।

ওই নিষেধাজ্ঞায় নিজেদের ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে এই পদক্ষেপট নেওয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইকোনমিক কোঅপারেশন পরিচালকের বরাতে এই তথ্য জানায় সংবাদ সংস্থা রিয়া।

Comment using Facebook