কেশবপুরে সকল উৎসব আগামীতে জাকজমকের সাথে পালিত হবে, শাহীন চাকলাদার

0
264

স্টাফ রিপোর্টার, কেশবপুর

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরে আগামীতে সকল উৎসব ও জাতীয় দিবস জাকজমকের সাথে পালিত হবে। আগামী ১লা বৈশাখ ৩দিন ব্যাপী উৎসব মুখর ভাবে পালিত হবে।

আমি শুধু কেশবপুরের এমপি নই, আমি সাধারণ মানুষ-সহ সকলকে সাথে মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। ৮ মার্চ সন্ধ্যায় কেশবপুর উপজেলা প্রশাসানের আয়োজনে পাবলিক ময়দানে বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোভার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত বসন্ত উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক আশরাফ উজ জামান খান ও সদস্য সচিব স্বপন মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাবেক সভাপতি অধ্যাপক রেবা ভৌমিক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রীগনেতা শাহারিয়ার হাবিব, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

Comment using Facebook