স্টাফ রিপোর্টার, যশোর
যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুলের লেখা ‘রণাঙ্গনে যশোর’ ও ‘সংবাদপত্রে যশোর রণাঙ্গন’ গ্রন্থের যশোরে মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন লেখক বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস।
যশোর সাংবাদিক ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল।
সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন, বইয়ের লেখক সাজেদ রহমান বকুল, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ছড়াকার রিমন খান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য সচিব শিকদার খালিদ, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি তৌহিদ মনি প্রমুখ।