সুন্দলীতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় মতবিনিময়

0
192

স্টাফ রিপোর্টার

অভয়নগর উপজেলার সুন্দলী বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সুন্দলী ইউনিয়নের রাজাপুর বাজার চত্তরে সুন্দলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক অমর বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক বিনয় কৃষ্ণ রায়।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: নওয়াপাড়া শাখার সিনিয়র অফিসার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন, সুন্দলী এজেন্ট আউটলেটের প্রোপাইটার মোহন বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ সরকার, ২নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক স্বপন সরকার, ইউনিয়ন কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু কুমার রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শিলাদিত্য বিশ্বাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অঞ্জনা বিশ্বাস ও সুবর্ণা বিশ্বাস, ইউপি সদস্য গণেশ গাইন প্রমূখ।

Comment using Facebook