আমি লুকাইনি আমি কারও ভয়ে ভীত নই: জেলেনস্কি

0
503

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে ১৩তম দিনে। ইউক্রেনের বিভিন্ন শহরে থেমে থেমে চলছে হামলা, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়াতে রাজি নন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি সর্বশেষ একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘‘আমি লুকাইনি আমি কারও ভয়ে ভীত নই। (আমি থাকবো) যুদ্ধে জয়ের জন্য যতক্ষণ থাকতে হয়।’’ ইনস্টাগ্রামে পোস্ট করা করা হয় তার সেই ভিডিও।

Comment using Facebook