আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে চলছে রুশ বাহিনীর ‘সেনা অভিযান’। এরইমধ্যে বিভিন্ন শহরে হামলায় সামরিক ও বেসামরিক মানুষসহ শিশুরা নিহত হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর পাশাপাশি দেশটির নাগরিকেরা ভুগছেন চিকিৎসা, খাদ্য ও অর্থ সংকটে। এর মধ্যেই ইউক্রেনকে ৭০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক।
ইউক্রেন সরকারের কর্মকা- পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে এ অর্থ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।