স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশে পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প, এনআইএলজির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার এইড’র ম্যানেজার মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠিত কর্মশালায় অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যগণ অংশগ্রহন করেন।