মহেশপুর সীমান্তে ইছামতি নদী থেকে মহিলার গলিত লাশ উদ্ধার

0
173

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের নদী থেকে এক অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের জিনজিরা পাড়া ইছামতি নদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশের টিম বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক মহিলার গলিত লাশ উদ্ধার করে। মহিলার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স হবে আনুমানিক (৩৫) বছর।

ইছামতি নদীর ওপাশে ভারতের অংশে রয়েছে ঝোড়পাড়া। লাশটি এপারের বাংলাদেশ এবং ওপারের ভারতের কারো কিনা তা শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Comment using Facebook