ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব যেতে চান না, এটা দুদিন আগেই দুবাইতে যাওয়ার আগে মিডিয়ার সামনে বলে গেছেন তিনি। এ নিয়ে সোমবার বেশ ক্ষোভ ঝেড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিবের হঠাৎ এভাবে বেঁকে বসাটাকে শুধু বিসিবি সভাপতিই নন, ভালোভাবে নিতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ। সবাই এখন এ ব্যাপারে কঠোর। একটা অবস্থানে থেকে কথা বলছেন তারা।
চিন্তাটা এমন, ‘সাকিবকে ছাড়াই চলতে হবে সামনের দিনগুলো।’ মোটামুটি সাকিবকে ছাড়াই এখন চিন্তা করতে শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষোভ ঝাড়লেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।
তিনি সরাসরি বলে দিলেন, ‘সাকিব না খেলতে চাইলে খেলবে না। আই ডোন্ট কেয়ার। আমি মনে করি বিসিবিও কনসার্ন না।’ সাকিব বার বার নিজের ইচ্ছেমতো খেলতে চান, আবার হঠাৎ করে বলেন খেলবো না। এটাকে আর চলতে দেওয়া যায় না বলেই মন্তব্য করেছেন সুজন। তিনি বলেন, ‘আমার মনে হয় এখন সবচেয়ে বড় সময়। বাংলাদেশের জার্সি পরে খেলতে নামলে একটা আনন্দ থাকা উচিত বলে মনে করেন সুজন।