শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে রাজ রুহান (১) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
রাজ রুহান ওই গ্রামের ডালিম হোসেনের পুত্র। শিশুটির বাবা জানান, সন্ধ্যার দিকে তার মা পুকুরে কাপড় পরিষ্কার করছিলো। পাশে রাজ রুহান বসে খেলছিলো।
অসাবধান বশতঃ মায়ের অজান্তে শিশুটি পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। খোজাখুজির একপর্যায়ে শিশুটিকে পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।