ফুলতলায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

0
192

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনাতয়নে র‌্যালি উত্তর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম।

উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস প্রমুখ।

Comment using Facebook