কালীগঞ্জে ইয়াবাসহ ২ মেম্বার আটক

0
266

কালিগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘোপপাড়া গ্রামের সামছুদ্দিন বিশ্বাসের ছেলে টিপু সুলতান (৪০) এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৮)।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে টিপু সুলতান ও রাশিদুল সলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comment using Facebook