স্টাফ রিপোর্টার
অভয়নগরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ উপজেলা আওয়ামী লীগ ও নওয়াপাড়া প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর থানা, নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া প্রেসক্লাব, দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের উপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ শীর্ষক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত প্রমুখ। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর প্রমুখ।