দুর্দান্ত শুরুর পরেও কিউইদের কাছে হার বাংলাদেশের

0
217

ক্রীড়া ডেস্ক

কখনও হালকা বৃষ্টি, কখনও একটু ভারী। টানা বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি। অনেক অপেক্ষার পর যখন থামল বৃষ্টি, শুরু হলো ফারজানা হক ও শামিমা সুলতানার দুর্দান্ত ব্যাটিং।

কিন্তু দারুণ শুরুর পর ঠিক আগের ম্যাচের মতোই দিক হারাল ব্যাটিং। তাতেই আশার মৃত্যু। দক্ষিণ আফ্রিকার পর এবার নিউ জিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নি ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারাল নিউ জিল্যান্ড। ডানেডিনে সোমবার ২৭ ওভারে নেমে আসা ম্যাচে ঝড়ো শুরুর পরও বাংলাদেশ আটকে যায় ১৪০ রানে।

ফারজানা উপহার দেন বিশ্বকাপে দেশের হয়ে প্রথম ফিফটি। রান তাড়ায় নিউ জিল্যান্ড জিতে যায় ৪২ বল বাকি রেখে। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ঘরের মাঠে ওয়ানডে খেলতে নেমে সুজি বেটস অপরাজিত থাকেন ৬৮ বলে ৭৯ রান করে।

বিশ্বকাপে দুই ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় হার এটি, নিউ জিল্যান্ডের প্রথম জয়।

মেয়েদের ক্রিকেটে বিশ্বের শীর্ষ দলগুলির একটি নিউ জিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম ওয়ানডে এটি। বৃষ্টি থামার পর টস হেরে এই কঠিন কন্ডিশনে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জে নিতে হয়। তবে সেই চ্যালেঞ্জ যেন তুড়ি মেরে উড়িয়ে দেন শামিমা ও ফারজানা।

Comment using Facebook