হেলিকপ্টারে দাদা বাড়ি এলো প্রাণোন

0
251

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

আফরান ইসলাম প্রাণোনর জন্ম চলতি বছরের ১৬ আগস্ট। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহন। সেই থেকে ঢাকার বাসায় অবস্থান। ফেরা হয়নি দাদা বাড়ি যশোরের ঝিকরগাছার হাজিরবাগে।

তাই বাবা-মায়ের ইচ্ছে অনুযায়ী হেলিকপ্টারে চড়ে প্রথমবারের মতো বাড়ি ফেরা। বঙ্গবন্ধুর ‘সাবাস চেয়ারম্যান’ আবুল ইসলামের দৌহিত্র আফরান ইসলাম প্রাণোন ঝিকরগাছার কীর্তিপুরস্থ আবুল ইসলাম জুট মিলের কর্ণধার মাজাহারুল ইসলাম প্রিন্স ও জান্নাতুল ফেরদৌস শান্তার দ্বিতীয় সন্তান এবং প্রথম পুত্র। সোমবার একটি হেলিকপ্টার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে রওনা হয়ে হাজিরবাগে পৌঁছায় ৪টার দিকে।

Comment using Facebook