আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে সতীর্থদের সঙ্গে বিবাদকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে গুলি চালানো সদস্যও রয়েছে। রোববার স্থানীয় সময় সকালে পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় আরো এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।