করোনা শনাক্তের হার বাড়লেও কমেছে মৃত্যু

0
198

নওয়াপাড়া ডেস্ক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে গত ২৪ ঘণ্টায়। তবে একই সময়ে বেড়েছে নতুন সংক্রমণ এবং নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। আগের দিনের ১৩ জনের মৃত্যুর বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু নেমে এসেছে আট জনে।

তবে একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫২৯ জনের শরীরে, যা আগের দিন ছিল ৩৬৮ জন। অন্যদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২ দশমিক ১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২ দশমিক ৬৩ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Comment using Facebook