ঢাকা অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গোপসাগর শুধু আমাদের জন্য নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিশাল সম্পদ রয়েছে। সেই সম্পদ আমাদের আহরণ করতে হবে।
কিন্তু সমুদ্র্যের মৎস্য আহরণ বা সমুদ্র সম্পদ আহরণে এখনও আমাদের আরও অনেক কাজ করতে হবে এবং আমরা তা করব। রোববার মেরিন ফিশারিজ একাডেমি’র ৪১তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’ অবলোকন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রান্তে যুক্ত ছিলেন।