শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা
সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে র্যালীতে আংশ গ্রহন করে শিরোমনির স্বনামধন্য ওয়েভ জুট টেক্সটাইল মিলস্ লিঃ।
৬ মার্চ সকাল ১০ টায় র্যালীটি হাদিস পার্ক থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যলয় এসে শেষ হয়।
ওয়েভ জুট মিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এজিএম হাফেজ আহমদ সরকার, ম্যানেজার (জুট) রমজান আলী, এডমিন অফিসার আমজাদ হোসেন, টেকনিক্যাল সমন্বয়কারী এস এম সিরাজ আহম্মেদ, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার শফিয়ার রহমান, জুট অফিসার সিরাজুল ইসলাম, একাউন্টস্ অফিসার হায়দার আলী, কামাল হোসেন, ষ্টোর এন্ড পারসেজ অফিসার সোহাগ, মামুনুর রশীদ প্রমুখ।