ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
195

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের মোংলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তু (৪১) নামের এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটায় মোংলা উপজেলার আপাবাড়ি এলাকার নাছিরের বাড়ির রান্নাঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

অরবিন্দু কুমার শ্রীবাস্ত ভারতের রাজস্থান রাজ্যের লালন লালের ছেলে। সে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রতিষ্ঠান পাওয়ার ম্যাক প্রজেক্ট লি. এর হিসাব শাখার সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অরবিন্দ কুমার শ্রীবাস্তুসহ তার চার সহকর্মী নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য অরবিন্দু কুমার শ্রীবাস্তের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মোংলা থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস বলেন, নাছিরের রান্না ঘরের সানসেটের সাথে থাকা একটি রডের সাথে কাপড়ে বাঁধা অবস্থায় তার মরদেহ ঝুলছিল।

Comment using Facebook