ঝিনাইদহে দেশ রূপান্তর’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
178

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, বিমল সাহা, এম সাইফুল মাবুদ, দেলোয়ার কবীর, সাজ্জাদ আহম্মেদ, জহুরুল ইসলাম হিরো, কাজী আলী আহম্মেদ লিকু। অনুষ্ঠান পরিচালনা করেন এসএ টিভি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর’র জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি। আলোচনা সভা শেষে বক্তারা কেক কেটে দিনটি উদযাপন করেন।

Comment using Facebook