কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে জমি দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে মা মেয়েকে মারপিট করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মা মেয়েকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় রবিন দাস বাদি হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ,উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঝষিপাড়ার মৃত প্রথম দাসের ছেলে রবিন দাসের একটি জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে এলাকার একটি সংঘবন্ধ চক্র।চক্রের মুল হোতা কার্ত্তিক দাস ঐ জমি জমি দখলে নিতে বিভিন্নভাবে যড়যন্ত্র, হুমকি অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় শনিবার ৫ মার্চ কার্ত্তিক দাসের নেতৃত্বে একই গ্রামের অলোক দাস, পাতা দাসীসহ একদল ব্যক্তি জমি দখলের জন্য রবিন দাসের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে।
এসময় রবিন দাসের স্ত্রী রানী দাসী(৫০)ও তার মেয়ে স্বপ্না দাস(২৫) ঠেকাতে গেলে তাদেরকে কুপিয়ে জখম করে গুরুতর আহত করে। এব্যাপারে কার্ত্তিক দাসের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।