যশোর অফিস
যশোরে যৌতুক মামলায় মাসুদ হোসেন সুজন নামে ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মঞ্জুরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন ঝিনাইদাহের কালীগঞ্জের নরদেহী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, সুজন তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। এঘটনায় মামলা হয়।
এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি সুজনের রিবুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জমিরানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন পলাতক রয়েছে।