যশোরে যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি

0
368

যশোর অফিস

যশোরে তক্ষক ব্যবসার প্রলোভন দেখিয়ে মারপিট ও মুক্তিপন আদায়ের মামলায় আটক আরিফুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল আসামির রিামন্ড শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

আসামি আরিফুর রহমান ঢাকার মিরপুর পল্লবীর ডি-ব্লক এলাকার সেকশন-৩ এর ৩৩ নম্বর বাসার মৃত মাজহারুল ইসলামের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, আরিফুর রহমান একজন প্রতারক। চট্টগ্রামের স্বন্দীপের হারামিয়া এলাকার মৃত আবুল কালামের ছেলে ও ঢাকার শাহআলী থানার মিরপুর-১ এর ৪ নম্বর লেনের ই-ব্লক ২৩/২৪ নম্বর বাসার বাসিন্দা ওমর ফারুককে তক্ষক সরিসৃপ ব্যবসার প্রলোভন দেখিয়ে গত সোমবার সাতক্ষীরার ভোমরা সীমান্তে নিয়ে যান। এরপর তারা ওমর ফারুককে সেখান থেকে যশোরে এনে উপশহরস্থ ডি-ব্লকে রিয়াদ উদ্দিন তুহিনের নির্মাণাধীন ৬ তলা ভবনের ৫ তলায় আটকে রেখে মারধর শুরু করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম আটক আরিফুর রহমানের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comment using Facebook