আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে টানা গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়ার সেনারা। এমন পরিস্থিতিতে শহরের সুরক্ষায় ন্যাটোকে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন ওই শহরের ডেপুটি মেয়র। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ বিবিসি রেডিও ৪-এর আজকের অনুষ্ঠানে বলেন, ন্যাটো সক্রিয় না হওয়া পর্যন্ত পুতিনকে আকাশ থেকে আমাদের নাগরিকদের হত্যা করা থেকে বিরত রাখা যাবে না, কোনো উপায় নেই।