মেডিকেল কলেজে ভর্তিতে চার দিনেই আবেদন লাখ ছাড়িয়েছে

0
158

নওয়াপাড়া ডেস্ক

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

মাত্র চারদিনেই মেডিকেল কলেজে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আগামী ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে ধারণা করছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। আপাতত এক লাখ ৬১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেন এমন প্রস্তুতি নিয়ে সামনে এগোলেও শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।

এ অবস্থায় অতিরিক্ত ২০ থেকে ৩০ হাজার আবেদনকারীর পরীক্ষা আয়োজনে আগাম প্রস্তুতি নিচ্ছেন তারা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব শুক্রবার সকালে বলেন, অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হওয়ার মাত্র চারদিনেই গত বছরের তুলনায় এ বছর আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে গেছে।

Comment using Facebook