কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

0
248

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া পৌরসভার কুমারগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আকিব হোসেন (২১) ও সবুজ উদ্দিন (৩৪)। আকিব কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

তিনি সদর উপজেলার খাজানগর মাদ্রাসাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে। সবুজ স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি উপজেলার জিয়ারখী ইউনিয়নের হরলা মেটন গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।

Comment using Facebook