স্টাফ রিপোর্টার, মহেশপুর
রক্ত দিয়ে পেয়েছিলাম প্রানের স্বধীনতা, কেমন করে ভুলতে রক্তদানের কথা এ শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার সকালে সেচ্ছাসেবী সংগঠন আলোর পথিকের এক বনাঢ্য র্যালী বের করা হয়। ৮ম বর্ষে প্রর্দাপণ উপলক্ষে সকালে ঝিনাইদহের মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবী সংগঠন আলোর পথিকের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশপুর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন পরাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন আলোর পথিকের সদস্য মিরাজ হোসেন, মনিরুল ইসলাম মনি, সাহারুল ইসলাম প্রমুখ।